গত ৩১ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রতিটি ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আওতায় ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মধ্যম রামপুর হাজার দিঘীর পাড়ে দোয়া মাহফিল ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোর্শেদ কোম্পানী, আলম সওদাগর, আনোয়ার সওদাগর, আব্দুল আজিজ, মোহাম্মদ ইউসুপ মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদিকা শামসুন নাহার, হালিশহর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক সাজ্জাদ আহম্মদ সাদ্দাম, হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম, হালিশহর থানা তাতি দলের সদস্য সচিব, মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ দিদার, রামপুর ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর সিনিয়র যুগ্ম আহব্বায়ক সেলিম কোম্পানী, শ্রমিক দল নেতা আলম কোম্পানী, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, রাশেদ মাহবুব, খুশি প্রমুখ নেতৃবৃন্দ।
মধ্যম রামপুর হযরত নসু শাহ জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা আশু হুজুর মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন। বিজ্ঞপ্তি