রামপুরে আকাশবৃত্তি মহোৎসবের প্রস্তুতি

1

শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত আকাশবৃত্তি অবলম্বনে ৩২ প্রহর মহোৎসবের ৫০তম পূর্তিতে প্রস্তুতি সভা সাতকানিয়ার দক্ষিণ রামপুর বণিকপাড়া শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাস্টার কালীমোহন ধরের সভাপতিত্বে সভায় ১৫-২১ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ ডিসেম্বর ১ম অধিবেশনে সাধু-সন্ন্যাসী সম্মেলন ও ২য় অধিবেশনে সন্ধ্যায় ভক্তি সংগীতাঞ্জলি ‘শিবরঞ্জনী’ পরিবেশনায় থাকবে ব্যান্ড ‘ডমরু’। ১৬ ডিসেম্বর ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে ১ম অধিবেশনে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ, সাতকানিয়া উপজেলার সকল গীতা শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা, ২য় অধিবেশন অদ্বৈত-অচ্যুত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ভক্তি সংগীত, পুরস্কার বিতরণ, সমাজসেবকদের সম্মাননা, প্রবীণদের আকাশবৃত্তি স্মরণ ও মহানামযজ্ঞের অধিবাস, সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। ১৭-২০ ডিসেম্বর চলবে অহোরাত্র নামসংকীর্তন। ২১ ডিসেম্বর মহানামযজ্ঞের পূর্ণাহুতি, সাধুসন্তু বিদায় ও অদ্বৈত-অচ্যুত মিশন রামপুর শাখা কর্তৃক কম্বল বিতরণ করা হবে। আকাশবৃত্তি সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি হিরন্ময় ধর, সহ-সভাপতি পলাশ ধর, সাধারণ সম্পাদক কৃষ্ণ ধর, সহ সাধারণ সম্পাদক রবি ধর, অর্থ সম্পাদক দোলন ধর, সহ অর্থ সম্পাদক রিতেন ধর ও সাংগঠনিক সম্পাদক রনি ধর উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি