সাতকানিয়ার দক্ষিণ রামপুর বণিকপাড়া শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে গত ১৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী ৪৩তম আকাশবৃত্তি বত্রিশ প্রহর মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। নন্দনকানন তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে সমবেত উপাসনা, প্রতিমা প্রদর্শনী, ভক্তিগীতি, ধর্মসভা, মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি চন্দন কান্তি ধর এর সভাপতিত্বে ধর্মসভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক স্বপন কান্তি ধর। বক্তব্য রাখেন যোগেশ্বর চৌধুরী, শ্রীমৎ অভেদানন্দ ব্রহ্মচারী, সোনারাম ধর, হরিশংকর ধর, তপন ধর (টি কে), রণজিত ধর, অদ্বৈত-অচ্যুত মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সাংগঠনিক সম্পাদক শ্যামদাশ ধর প্রমুখ। উৎসবে শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেন অদ্বৈত-অচ্যুত মিশন রামপুর শাখার সভাপতি শিবু প্রসাদ ধর, সাধারণ সম্পাদক মৃণাল ধর সহ নেতৃবৃন্দ। অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ডা. সবুজ বরণ ধর। সহযোগিতা করেন ডা. পরিমল কান্তি নাথ, ডা. অশোক দেব ও ডা. বিপ্লব পালিত। এছাড়া গীতা পরীক্ষায় অংশ নেয় প্রায় তিন শতাধিক পরীক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন অ্যাড. তপন কান্তি দাশ, পলাশ কান্তি নাথ সহ বাগীশিক নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির