খাগড়াছড়ি জেলাধীন রামগড় থেকে অর্ধগলিত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার মাহবুবনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি গুইমারা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা. নুরুন্নবীর বড় বোন ফাতেমা বেগম (৫৫) বলে জানা গেছে। এক সপ্তাহ আগে তিনি গুইমারা থেকে নিখোঁজ হন।
পুলিশ জানায়, ফাতেমা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে স্থানীয় কিছু ছেলে মাহবুবনগর রাস্তার পাশে ক্রিকেট খেলছিলেন। এসময় ক্রিকেট বলটি লাশের পাশে গিয়ে পড়ে। বলটি কুড়াতে গিয়ে ছেলেরা লাশটি দেখতে পায়। এতে আশপাশের লোকজন ছুটে এসে রামগড় থানা পুলিশকে খবর দেন। পরে নিকটস্থ হাফছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ও পরে নাকাপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে যায়। নিহতের ছেলে শাহজাহান লাশটি তার মায়ের লাশ বলে চিহ্নিত করে।
স্থানীয়রা জানায়, লাশটি সেগুন গাছের পাতা দিয়ে ডাকা ছিল এবং শরীরের নিম্নাংশের কোন কাপড় ছিল না। ফাতেমা বেগমের মৃত্যুর ব্যাপারে তার পারিবারের পক্ষ থেকে কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি।
রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান জানান, লাশটি অর্ধগলিত বিধায় কোন প্রকার আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।