রামগড়ে নতুন স্কুল উদ্বোধন

51

খাগড়াছড়ি জেলার রামগড়ে রুপাই ভ্যালি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এলাকার পাহাড়ি-বাঙালির শিক্ষিত বেকার যুবক ও সচেতন অভিভাবক, রুপাই ভ্যালি চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হরিমোহন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রুপাই ভ্যালি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মো.শাহাদাৎ হোসাইন সাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার উম্ম্রাচিং চৌধুরী, মো. কালাম, মো.জলিল, গুজাপাড়া স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল আহম্মেদ- সভাপতি জ্ঞানন্দ ত্রিপুরা, গুজাপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরিয়া মারমা-সভাপতি সুরেন্দ্র ত্রিপুরা, কার্বারী অন্ন কুমার ত্রিপুরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ প্রমুখ। অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলেন- অত্র এলাকায় অনগ্রসর জনগোষ্ঠির কোমলমতি শিশুদের শিক্ষারমান নিশ্চিত করতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করায় আমরা খুশি।