রামগড়ে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারি পরোয়ানার আসামি গ্রেফতার

1

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযানে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে এক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। ১৯ নভেম্বর ভোর রাতে রামগড় থানার এসআই এবিএম তারেক হোসেনসহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটক সুবেল ত্রিপুরা সজল রামগড়ের জরিচন্দ্র পাড়ার মৃত ছবি কুমার ত্রিপুরার ও মধুলতা ত্রিপুরার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পাতাছড়া ২নং ইউনিয়নের জরিচন্দ্র পাড়ায় বসত বাড়ি হইতে ১ দেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এ প্রতিনিধিকে জানান, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীনের দিকনির্দেশনায় গ্রেফতারি পরোয়ান আসামিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মামলা রুজু করাসহ জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।