সোশ্যাল মিডিয়ায় একজন আলোচিত বক্তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল, হযরত খাদিজাতুল কোবরা (রা:)এর স্টাফ ইত্যাদি কটুক্তিমূলক বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরালকৃত বক্তব্যটির জন্য দ্রুত তওবা করার আহবান জানিয়ে গত ৬ জানুয়ারি নগরীর মুরাদপুর চত্বরে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ’র ব্যবস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাবেতার চেয়ারম্যান মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রজভী। বক্তব্য রাখেন রাবেতার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, মাওলানা ফখরুউদ্দিন আল কাদেরী, মাওলানা মুখতার আহমদ রজভী,মাওলানা এনাম রেজা, মাওলানা গিয়াস উদ্দিন কাদেরীও মাওলানা শরফুদ্দিন আকবরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শানে কটুক্তি মূলক বক্তব্যের জন্য এই আলোচিত বক্তাকে অবশ্যই লাইভে এসে তাওবা করতে হবে। তা না হলে মুসলিম উম্মাহ তার বক্তব্যে পথভ্রষ্ট হয়ে যাবে।
কারণ তাকে অসংখ্য মানুষ ফলো করে থাকে। একজন দাঈ কখনো এ ধরনের বক্তব্য রাখতে পারেনা। পরে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়কটি প্রদক্ষিণ করে আবার মুরাদপুর এসে শেষ হয়। বিজ্ঞপ্তি