রাফি-রিজাউরকে ডট গ্যাংয়ের সঙ্গ ত্যাগ করার আহবান

1

মুখ্য সংগঠক হান্নান মাসউদ এবং নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমন্বয়করা অভিযোগ করেন, সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ এমন হামলা চালিয়েছে।
এসময় শিক্ষার্থীরা ‘ডট গ্যাং’কে ছাত্রলীগের কিশোর গ্রæপ দাবি করে এই গ্যাং সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান। ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি এবং রিজাউর চট্টগ্রামজুড়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভিযোগ করে তাদেরকে এই পথ থেকে ফিরে আসার আহŸান জানান শিক্ষার্থীরা।
এসময় সমন্বয়করা বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত, আহতসহ পুরো আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে আন্তর্জাতিক মানের ডকুমেন্টারি তৈরির কাজ করছে চট্টগ্রামের একটি প্রডাকশন হাউজ। ওই প্রতিষ্ঠানে ঢুকে মুখ্য সংগঠক হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখে ‘ডট গ্যাং’ এর সদস্যরা। এসময় ওই প্রতিষ্ঠানের বেশ কিছু যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। যারা গণঅভ্যুত্থানকে মুছে দিতে চায় এটা তাদেরই কাজ’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজসহ অন্য সমন্বয়করা মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে নারী সমন্বয়করা অভিযোগ করেন, ডট গ্যাং দিয়ে নারী যোদ্ধাদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। আন্দোলনে অংশ নেয়া নারী যোদ্ধাদের নানাভাবে হয়রানি করছে গ্রুপটি। আর এর জন্য রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন নারী শিক্ষার্থীরা। এসময় তারাও রাফি ও রিজাউরকে ডট গ্যাংয়ের সঙ্গ ত্যাগ করার আহবান জানান। বিজ্ঞপ্তি