গত ৮ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রামের উদ্যোগে রাফা ও গাজায় ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ফোরাম নেতা সমীরন বড়ুয়া টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহব্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন ফোরাম নেতা নীতিশ বড়ুয়া, মিঠু কুমার বড়ুয়া, জগদীশ বড়ুয়া, যীশু বড়ুয়া, সুনাল বড়ুয়া, রিগ্যান বড়ুয়া মুন্না, ইঞ্জিনিয়ার জয় সেন বড়ুয়া, আনন্দ মোহন বড়ুয়া, অজিত বড়ুয়া, নিপুন বড়ুয়া, নিশী কান্ত বড়ুয়া, হারাধন বড়ুয়া, টিকলু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদল নেতা শাহজাহান শাহীল, শ্রমিক নেতা বখতেয়ার চৌধুরী। ইঞ্জিনিয়ার জিতেন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, পৃথিবীর ইতিহাসে গাজার উপর ইসরাইলী আগ্রাসন শুধুমাত্র প্যালেস্টাইনকে দখল করার লড়াই না, একটা জাতিকে নির্মূল করার আকাক্সক্ষা নিয়ে ক্রমাগতভাবে গাজায় সমস্ত স্থাপনা ধ্বংস নির্বিচারে শিশু, নারী, পুরুষ সহ সমস্ত জাতিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র। প্রধান অতিথির ভাষণে সাথী উদয় কুসুম বড়ু বলেন, সমস্ত বিশ্ব বিবেক ঐক্যবদ্ধভাবে এ আগ্রাসনকে প্রতিহত করতে এগিয়ে না আসলে গাজা পৃথিবীর মানচিত্র হতে নিশ্চিন্ন হয়ে যাবে। তাই আরব রাষ্ট্র সমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র সমূহের মিলিত সংগ্রামের মধ্য দিয়ে গাজাবাসীকে রক্ষার আহবান জানান। মানববন্ধন শেষে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। বিজ্ঞপ্তি