রাণীরহাট ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য হলেন ইউসুফ চৌধুরী

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরীকে রাজানগরের রাণীরহাট ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। চট্টগ্রাম কলেজে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত কলেজের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করেন তাকে। কলেজ পরিচালনা কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, রাঙ্গুনিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও ১নং রানিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি জাহাদুর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম সওদাগর, যুগ্ম আহ্বায়ক রাজানগর কাঠ ও জ্বালানি কাঠ সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান রনি, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল হক পীরজাদা, রানিরহাট আলামিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল নুর নজরুল ইসলাম আল কাদেরী, অভিভাবক প্রতিনিধি শাহেদ কামাল তালুকদার রানিরহাট ট্রাক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি কাজী রকিবুল হাসান মাসুদ, সাধারণ সম্পাদক এবিএম সাইফুদ্দিন, রাঙ্গুনিয়ার ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী খোকন, অর্থ সম্পাদক এমরুল হাসান চৌধুরী, ঘাগড়া সাতঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের সভাপতি মোরশেদ আলম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।