রাজানগরের শিয়ালবুক্কায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

44

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ১নং রাজানগর ইউনিয়নের ৬ নং শিয়ালবুক্কা ওয়ার্ডে গতকাল নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করা করেছেন ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইসহাক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতি কাঞ্চন তুরী, আবদুল বারেক, স্বেচ্ছাসেবক লীগের স্বপন কুমার তুরী, কাজল দত্ত, যুবলীগের সভাপতি দোলন দাশ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শিয়ালবুক্কা ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগর্ব ও স্থানীয় অওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এদিকে রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ির ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন চৌধুরী (আবু) বিএনপি থেকে মীর মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে ড. হাছান মাহমুদকে তারা নগরীর বাসভবনে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে গত বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগদান করেছেন। এসময় রফিকুল ইসলাম, স্বপন শর্মা, মো. মামুন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি