পেকুয়ার রাজাখালী আলহাজ মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত শনিবার রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরীক্ষার সদস্য সচিব ও ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ। এতে উদ্বোধক ছিলেন বৃত্তি পরীক্ষার সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রফেসর ড. আনোয়ার সাঈদ ও বৃত্তি পরীক্ষার পরিচালক এ টি এম শামসুদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে পেকুয়া উপজেলায় শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য বেশ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক এএম শাহজাহান, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরুল ইসলাম বিএসসি, ফাসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এইচএম বদিউল আলম, টইটং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দলিল আহমেদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ছালেহ আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মৌলানা আশরাফ আলী, হোসেন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। অনুষ্ঠানে ২০২৪ সালে স্মৃতি বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন কৃতী শিক্ষার্থীকে ট্যালেন্ট ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি