রাঙামাটি প্রতিনিধি
রাঙ্গুনিয়া থেকে শুক্রবার সকালে রাঙামাটির রাজ বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২৭ জন তীর্থযাত্রী আহত হয়েছে। তার মধ্যে পুষ্পিতা বড়ুয়া নামের একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালের দিকে রাঙ্গুনিয়া এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস যোগে শিশু ও নারীসহ ৪০ থেকে ৫০ জন মিলে তীর্থ যাত্রীরা রাঙামাটির রাজ বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে আসছিল। আসার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২৭জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
জানা গেছে,রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ১৬জন তার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি দিয়েছেন ১১জনকে। আহতরা সবাই বৌদ্ধ ধর্মালম্বী বলে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবাই তীর্থ যাত্রী বলে জানা গেছে। ২৭জন আহত হয়েছে তার মধ্যে ১৬জনকে হাসপাতালে আনা হয়েছে এদের মধ্যে ১১জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িঘরে ফিরে যান।