‘রাজনৈতিক অধিকারের মধ্যেই নিহিত নারীর সামাজিক অবস্থা’

44

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারী সেল, চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৩ মার্চ বিকেল ৪:৩০ মিনিট চট্টপ্রাম জেলা কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সহিংসতা, গণতন্ত্রহীনতা ও মৌলবাদই মূলত নারী মুক্তির লড়াইয়ের অন্যতম প্রধান অন্তরায়। নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই মূলত তার সামাজিক, অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয়। তার যেহেতু নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই সেহেতু রাষ্ট্রের, রাষ্ট্রকর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গী দ্বারা সমাজে নারীর অবস্থান প্রভাবিত হয়। সংখ্যাতাত্তি¡ক সূচকে এগিয়ে থাকা অথবা প্রশাসনিক ক্ষমতাকেন্দ্রীক বিভিন্ন পদে কিছু সংখ্যক কিংবা অধিক সংখ্যক নারীর বহাল থাকাই কিন্তু নারীমুক্তি বা নারী প্রগতি নয়, বরং সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গী, গণতন্ত্রের চর্চা, সমতা নারী মুক্তির প্রকৃত পদক্ষেপ। সমান কাজে সমান মজুরী, পারিবারিক সহিংসতা ঘরে বাইরে নিরাপত্তা নিশ্চিত করা সম্পদ সম্পত্তিতে সমান অধিকার এবং আইনগত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষের সমতার পৃথিবী প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য অবশ্যই প্রয়োজন একটি রাজনৈতিক লড়াই এবং সেই রাজনৈতিক লড়াই যে রাজনৈতিক লড়াই ভোগবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে একটি প্রকৃত আদর্শিক লড়াই সূচনা করবে। নারী সেল চট্টগ্রাম জেলার আহবায়ক রেখা চৌধুরীর সভাপতিত্বে এবং স্বপ্না তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি নারী সেল কেন্দ্রীয় কমিটির আহবায়ক লক্ষী চক্রবর্তী, সিপিবি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সদস্য সিতারা শামীম, ছাত্র নেতা মাহবুবা জাহান রুমি ও প্রমুখ। আলোচনা সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি