সাতকানিয়া প্রতিনিধি
জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, কোন অবস্থাতেই রাজনীতির মান উন্নয়নের সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা যদি এ সুযোগ হেলায় ফেলায় হাত ছাড়া করে ফেলি তাহলে আমাদের আবারো ফ্যাসিস্ট শাসনের কবলে পড়তে হবে। তিনি গতকাল শুক্রবার বাদে জুমা সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে আহমদ সুফিয়া দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আহমদ সুফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান ফয়সাল মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বান্দরবান ও পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. শাহিন চৌধুরী লিটু। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ সামশুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফোরেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এস এম লুৎফুর রহমান, হাসপাতাল চট্টগ্রামের লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. শফিউল করিম মোঃ ইলিয়াস ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাডাও সাতকানিয়া পৌর জামায়াত আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী আরো বলেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে রক্ষা করেছে। দেশ রক্ষায় আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।