সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমীর ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে। রাজনীতির নামে মানুষকে আর ধোঁকা দেয়া যাবেনা। যারাই দেশ ও জাতীর জন্য কাজ করবেন তারাই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাবেন। জুলাই বিপ্লব মানুষকে অনেক কিছুই শিখিয়েছে। আমরা আর পিঁছিয়ে থাকতে চাইনা। দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই। তিনি ২২ জানুয়ারি বিকালে লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া জামায়াতের উদ্যেগে শীর্তাতদের মাঝে উপহার বিতরণকালে এসব কথা বলেন। পদুয়ার একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন, জামায়াত নেতা অধ্যক্ষ আ ন ম নোমান, অধ্যাপক জালাল আহমদ, মাওলানা জসিম উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ হাসান, মাওলানা আ ক ম হামিদুল হক, ডা. ছিদ্দিক আহমদ, মাওলানা ছলিম উল্লাহ ও মাওলানা শামসুল আলম হেলালী। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সাধারণ মানুষের কথা চিন্তা করেই রাজনীতি করে। তাই দেশের যে কোন দুর্যোগে সর্বপ্রথম জামায়াত ইসলামী এগিয়ে এসে বার বার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সকলকে জামায়াত ইসলামীর পতাকাতলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সাতকানিয়া:সাতকানিয়া উপজেলা জামায়াতের বুধবার বিকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি, তারেক হোসাইন, উপজেলা বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন, পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন, সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক পৌর আমীর এম ওয়াজেদ আলী, ছদাহা ইউনিয়ন আমীর মাওলানা ফৌজুল কবির, ঢেমশা ইউনিয়ন আমীর নেজাম উদ্দিন, নলুয়া ইউনিয়ন আমীর কামাল উদ্দিন, চরতী ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, ঢেমশা ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ জাবেদ, ছদাহা ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোছাইন জিহাদী প্রমুখ।