রাজনীতিক-সমাজসেবক আব্বাস উদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

1

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্বাস উদ্দিন চৌধুরী প্রকাশ আব্বাস মিয়ার ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মরহুমের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৯২৮ সালে আনোয়ারা উপজেলার পূর্ব বরইয়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই রাজনীতির সাথে সম্পৃক্ত আব্বাস উদ্দিন চৌধুরী বিএ পাস করে আইন বিষয়ে পড়ালেখা করেন। ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় ছিলেন আমৃত্যু। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আব্বাস উদ্দিন চৌধুরী জাগদল ও বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যু পর্যন্ত আনোয়ারা উপজেলা বিএনপির সভাপতি, একই সময়ে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে আনোয়ারা সংসদীয় আসন থেকে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। রাজনীতির পাশাপাশি তিনি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ এলাকার উন্নয়নে অবদান রাখেন। তিনি আনোয়ারা ডিগ্রি কলেজ, বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় ও পিতার নামে নিজগ্রামে টি.এম. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন। উল্লেখ্য, তিনি দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাকের পিতা। বিজ্ঞপ্তি