রাঙ্গুুনিয়ার চন্দ্রঘোনায় রাধাকৃষ্ণ মন্দিরে চুরি, গ্রেপ্তার ৫

6

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ দানবাক্স, সিসিটিভি ক্যামেরা, পূজার সরঞ্জামাদি নিয়ে গেছে।
জানা গেছে, রোববার (১৪ জুলাই) ভোর ৬ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চন্দ্রঘোনা মিশন এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দিতে গেলে দেখতে পান লোহার গ্রিলের দরজা ভাঙা। বিষয়টি তিনি মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজনকে জানালে তারা এসে মন্দিরের চুরির বিষয়টি অবগত হন। তারা দেখতে পান মন্দিরের ভিতরে রাখা হারমোনিয়াম, দানবাক্স দুটি, ৪ টি সিসিটিভি ক্যামেরা, মনিটর ও রেকর্ডার, মাইক ও পূজার সরঞ্জামাদি নেই।
এ ঘটনায় অভিযুক্ত মো. আলী (৩০) পিতা- রমজান আলী, মো আদর (১৮) পিতা- মো. ইউসুফ, মো. রিয়াদ (১৯) পিতা মো. নাসের, মো. জুয়েল (১৯) পিতা- মো. রুবেল, বেলাল হোসেন(২০) পিতা- মো. ইউসুফসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক সুমন কুমার দে বলেন, ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হবে।