রাঙ্গুনিয়া প্রতিনিধি
নববর্ষ আর ঈদের আনন্দে হৃদয়ে ৮৯ ব্যাচ নামে এসএসসি ৮৯ ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল রাতে উপজেলার সৈয়দবাড়ি এলাকার ড্রিম রেস্টুরেন্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, আড্ডা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক ও রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছরোয়ার ছালেক সিকদার। শিক্ষক রুবাায়েত রাশেদের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার, উদযাপন কমিটির সচিব মো. জাহাঙ্গীর আলম তালুকদার। ৮৯ ব্যাচের শিক্ষার্থী মো. আলমগীর, নাসির উদ্দিন, কাজী মো. মিজানুর রহমান, রূপায়ন বড়ুয়া, মো. জাবেদ হোসেন, মাহাবুবুল আলম, এনায়েতুর রহিম, শফিকুল ইসলাম, শিরীন আকরাম, পারভীন আকতার, মো. আবু জাহেদসহ শতাধিক সহপাঠী। সংগীত পরিবেশন করেন গিয়াসউদ্দিন আহমেদ কাজল, জুলিয়ানা ছাদেক সুমা, রাতুল কুমার বৈদ্য, স্বর্ণালি আকতার, পড়শী বড়ুয়া, বিপ্লব বড়ুয়া প্রমুখ।