রাঙ্গুনিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

87

রাঙ্গুনিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২০ মার্চ উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিদেশ ফেরত ৩৫ বছর বয়সী এই প্রবাসী গত শুক্রবার মধ্যপ্রাচ্যের সৌদিআরব থেকে দেশে এসেছিলেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ফেরত ৪২ বছরের এক ব্যক্তিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তিনি ৯ মার্চ দেশে ফেরেন। ইউএনও মাসুদুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু অনেক প্রবাসীরাই এই নির্দেশনা মানছে না।
এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে দুই প্রবাসীকে জরিমানা করা হয়েছে। তারা হোম কায়ারেন্টাইন না মেনে বাইরে ঘোরাফেরা করায় তাকে জরিমানা করেছে আদালত। এ অভিযান নিয়মিত করা হবে বলে জানান তিনি। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রবাসী ফেরত অনেকেই সরকারের এ নির্দেশনা মানছে না বলে অভিযোগ স্থানীয়দের। জনস্বার্থে প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার আহবান জানিয়েছে প্রশাসন। অন্যথায় অভিযান চালিয়ে জরিমানাসহ হোম কায়ারেন্টিনে বাধ্য করা হবে বলে জানানো হয়েছে।