রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

17

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। তাঁদের নাম সোনারাম দাশ (৫১), মো. সফিক (৩৮) ও মো. নুরুন্নবী (৫২)। গুরুতর আহত অটোরিক্সা চালক সোনারামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌরসভার নোয়াগাঁও ভাওয়ানী গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চন্দ্রঘোনা থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা নোয়াগাঁও এলাকায় পৌঁছলে হঠাৎ রাস্তা পারাপারের সময় এক শিশু গাড়ির সামনে পড়ে।
শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে গাড়ি চালকসহ তিনজন আহত হয়। জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন বলেন, গুরুতর জখম হওয়ায় সোনা রাম নামে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।