রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. ইসমাঈল হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মো. ফারুক ভান্ডারী (৩৫) নামে আরো এক যুবক আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাঈল পোমরা ছাইনীপাড়া এলাকার কাদের ডাক্তার বাড়ির শামসুল আলমের পুত্র। আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ঘর থেকে ভাত খেয়ে মোটরসাইকেল চালিয়ে গোচরা এলাকায় যাচ্ছিল ইসমাঈল হোসেন। রাস্তায় ফারুক ভান্ডারীর সাথে দেখা হলে সেও তার পেছনের আসনে বসেন। তাদের গাড়িটি পোমরা হাজীপাড়া সড়কের দুল্লভের বাড়ি এলাকার ব্রীজের পাশের মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় দুজনেই গুরুতর আহত হয়। ইসমাঈলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাঈলকে মৃত ঘোষণা করেন এবং ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।