রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের শয্যা পাশে ইউপি চেয়ারম্যান

24

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ শহিদুল ইসলামের (৩৩) সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি রাষ্ট্রিয় সফরে দেশের বাইরে থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে সরাসারি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন শহিদুল ইসলামকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, উপজেলার সরফভাটা হাজারীখীল এলাকার আব্দুল গফুরের পুত্র নিরীহ সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ শহিদুল ইসলাম সন্ত্রাসীদের রাতের অন্ধকারে নিজ এলাকায় দেখতে পেয়ে জনগনের সাথে সেও তাদের ধাওয়া করেছিল। ধাওয়া করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বাবা-মায়ের একমাত্র সন্তান শহীদ গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরও বলেন, ‘সম্প্রতি সরফভাটার চিহ্নিত সস্ত্রাসীরা গত বেশ কয়েকমাস যাবৎ দক্ষিণ সরফভাটা এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, গাড়ীতে অগ্নিসংযোগ করে আসছে। সরফভাটা ইউনিয়নের জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি এই সস্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে বলে আসছি। এই নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার উপস্থাপন করেছি। কিন্তু এরপরেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি। তাদের অসহযোগীতার কারণে সরফভাটায় বার বার এই ধরণের ঘটনা ঘটছে। এই বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।