রাঙ্গুনিয়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানাকৃত ৯২ জন শিক্ষকবৃন্দদের ওরিয়েন্টেশন ও বরণ অনুষ্ঠান উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা বিলকিস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সুপ্লব মিত্র তালুকদার। শিক্ষক মোহাম্মদ শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, মো. নিজাম উদ্দিন, শিবলু দাশ, শিক্ষক নেতা রঞ্জন বড়ুয়া, মো. ইউসুফ, মো. আক্কাস, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ, মোরশেদ আলম, নবীর হোসেন, বিজয় বড়ুয়া প্রমুখ। রাঙ্গুনিয়া প্রতিনিধি