রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ী ধরে পুলিশে দিল ইউপি চেয়ারম্যান

48

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন থেকে এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। গত ১৫ মার্চ মাদক পেঁৗঁছে দেওয়ার সময় এলাকাবাসীর সহযোগীতায় এ মাদক ব্যবসায়ীকে আটক করেন তিনি। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। তার নাম ইব্রাহীম ওরপে ইকবাল (৩৫)। সে সরফভাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছৈয়দুরখীল এলাকার মনিরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। স্থানীয়দের সাহায্যে খবর পায় ইকবাল নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ী নিয়মিত সরফভাটা আশ্রয়ন এলাকায় মদ নিয়ে যায়। এই খবরে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে দুই বস্তা মদসহ তাকে ধরতে সক্ষম হয়। মাদকমুক্ত সরফভাটা বিনির্মানে সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন তিনি। রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে গত ১২ মার্চ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকার দিদারু ল আলম (২৮) ও রাউজানের মো. শওকত (২৫) নামে দুই ব্যক্তিতে কাপ্তাই সড়কের সত্যপীর মাজার গেইট এলাকা থেকে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া একই দিন ২৫ পিস ইয়াবা সহ মরিয়মনগর থেকে আনোয়ার হোসেন (২৬) নামে অপর একজনকেও ধরা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ এ অভিযান নিয়মিত চলবে।