রাঙ্গুনিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

38

রাঙ্গুনিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও রাঙ্গুনিয়া সরকারি কলেজে শনিবার (২২ ডিসেম্বর) সকালে থেকে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নিরলস কাজ করে যাচ্ছি। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকল্পে সকলকে একযোগে কাজ করতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তাই ভোট গ্রহণ কর্মকর্তারা নির্ভয়ে দৃঢ় মনোবলে কাজ করতে পারবেন।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা । তিনি বলেন, ‘নির্বাচনে নাশকতার পরিকল্পনাকারীদের তালিকা রয়েছে আমাদের। তাদের দমনে ও সুষ্ঠু ভোট নিশ্চিত কল্পে ভোট কেন্দ্রে ৫ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। ভোট গ্রহণ কর্মকর্তারা যাতে নির্বিঘ্নে ভোট নিতে পারেন এবং জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারেন সেই লক্ষে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত জনবলও প্রস্তুতি রয়েছে আমাদের।’ বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারী ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানির্ং কর্মকর্তা মো. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মেজর মো. আবদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মছিহুদ্দৌলা রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া সার্কেলের মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ১৮ জন প্রশিক্ষক ৮৮ জন প্রিজাইডিং, ৪৬৫ জন সহকারী প্রিজাইডিং ও ৯৩০ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।