রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যায়। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার শামসুল আলম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর স্বনির্ভর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুর উল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন উপজেলা আওয়ামী লীগ সদস্য রহিম উদ্দিন চৌধুরী। এরপর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে বারংবার সতর্ক করার পরও তিনি মনোনয়ন প্রত্যাহার না করে নির্বাচনে অংশ নিয়েছিল। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। তাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে তাকে দলীয় সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহণ করেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর স্বনির্ভর ইউপি নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর উল্লাহ। তার প্রতিদ্বন্ধি প্রার্থী ছিল ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোগী প্রার্থী রহিম উদ্দিন চৌধুরী।-রাঙ্গুনিয়া প্রতিনিধি