রাঙ্গুনিয়ায় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

15

মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই স্লোগানে উত্তর রাঙ্গুনিয়া রাশেদ স্মৃতি সংসদের আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে জমির উদ্দিন শাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী এক্সপ্রেস ক্রিকেট একাদশ।
এদিন সকালে যমুনা এক্সপ্রেস প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৪ ওভারে ১১৪ রান সংগ্রহ করে। ১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কর্ণফুলী এক্সপ্রেস ক্রিকেট একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক খালেকুন নুর শিকদার। মো. সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ আহমেদ। অতিথি ছিলেন আবুল হাশেম পাখি, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন। বক্তব্য দেন প্রকৌশলী শাহ আলম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম, দলিল লেখক ইলিয়াস কবির, মো. আবদুস সত্তার, মো. রাশেদ, ফারুক চৌধুরী, মো. নাছের প্রমুখ।
এর আগে খেলার শুরুতে আগত অতিথি, দুই দলের খেলোয়াড় ও সচেতন ক্রীড়ামোদীদের অংশগ্রহণে মাদক বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ধামাইরহাট বাজার প্রদক্ষিণ করে।