রাঙ্গুনিয়ায় ধুতাঙ্গ ভান্তের জন্ম জয়ন্তী বুধবার

196

রাঙ্গুনিয়ায় দেব মানবপূজ্য আর্য্য শ্রাবক শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) এর জন্মদিন উপলক্ষে সদ্ধর্মদেশনা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আগামী ২৬ ডিসেম্বর দিনব্যাপী মরিয়ম নগর চৌমুহনী গুমাই বিল বুদ্ধ মহাধাতু চৈত্য প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের শীর্ষ ভিক্ষুরা উপস্থিত থাকবেন। বুদ্ধ মহাধাতু চৈত্যের দায়ক-দায়িকা ও বৌদ্ধ জনসাধারনের আয়োজনে অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত থাকার জন্য জন্মদিন উদযাপন পরিষদ অনুরোধ জানিয়েছেন।

সাতবাড়িয়া নগরপাড়া সুন্নি তরুণ একতা সংঘের মিলাদ সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার সাতবাড়িয়া নগর পাড়া নব জাগরণ সুন্নি তরুণ একতা সংঘের মিলাদ-মাহফিল নগর পাড়া জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। গত ১৪ ডিসেম্বর রাত ব্যাপী এ মাহফিলে সভাপতিত্ব করেন খতিব মাওলানা আবদুর রহিম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পৌর আ.লীগের আহবায়ক এম কাইছার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
তক্বরীর করেন অধ্যাপক মাওলানা আবদুল করিম আল কাদেরী, প্রভাষক মাওলানা মজিবুর রহমান, প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদী। আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. রকিমুল্লাহ, মো. সাজ্জাদ হোসেন, মো. ইলিয়াছ, মো. আরমান, মো. ঈমন, আবুল কালাম, নুরুল আবছার, যুবরাজ শাকিব, মো. তারেক, মো. সজিব, মো. বাবু, মো. ইকবাল, মো. রিদুয়ান, মো. বাবুল, জহির উদ্দিন, শহিদ উদ্দিন, মো. শরীফ প্রমুখ।

হাটহাজারী ইডেন ইংলিশ স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা

ইডেন ইংলিশ স্কুল এর উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ প্রিন্সিপাল ফারহানা আফরোজ এর সভাপতিত্বে হালিদা রশিদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন ইডেন ইংলিশ স্কুলের পরিচালক মাহনূর তাসনিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো: মঞ্জুরুল আলম, ভাস্কর মাহবুবুর রহমান, আর কে মুহুরী, মো: নাঈম, মো: মাহবুব, শিক্ষক মোহাম্মদ আইয়ূব, মো: নাসুরুল্লাহ। বক্তব্য রাখেন মো: আইয়ূব, মো: মোরশেদ, নুরুল ইসলাম, মো: মোরশেদ মাহমুদ, মো: শফি, চেয়ারম্যান মো: ফরিদ, শিক্ষিকা নুসরাত জাহান, জুলিয়া আক্তার, ইসমাত জাহান আয়ুব, সুরাইয়া জাহান, তাসমিয়া হক, সৈয়দা জান্নাতুল কাউসার, ইব্রাহীম খলিল, মিজবাহুল হক, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি