রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঘরবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার ঠান্ডা মিয়ার পুত্র মো. মুছা (৫৫), ও হোসেন আহমদের পুত্র মো. মহিউদ্দিন (৩০)। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সূত্র জানায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গাবতল এলাকার কেরামত আলীর পুত্র শামসুল আলমের (৫৫) সাথে প্রতিবেশী ঠান্ডা মিয়ার ছেলে মো. মুছার (৫৫) জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই নিয়ে প্রতিপক্ষ মুছা শামসুল আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার মামলার বিষয়ে হাজিরা দিতে তারা স্বপরিবারে আদালতে যায়। এই সুযোগে প্রতিপক্ষের ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ যুবক তাদের ঘরবাড়ি ভাংচুর করা শুরু করেন। তারা শামসুল আলমের টিন ও বেড়ার তৈরি দুটি বসতঘর, ১টি নির্মাণাধীন পাকা স্থাপনা, পানি তোলার মোটর ও নলক‚প ভাংচুর করে গুড়িয়ে দেন। এসময় তারা ওই ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এই বিষয়ে ক্ষতিগ্রস্ত শামসুল আলম বলেন, তারা আমাকে অহেতুক মামলা-হামলা করে হয়রানি করছে। সর্বশেষ আমার ঘরবাড়ি ভাংচুর করে আমার থাকার ঘরটুকুও নষ্ট করে দিয়েছে। এমনকি পানি খাওয়ার নলক‚পটা পর্যন্ত তারা ভেঙ্গে দিয়েছে। ঘর ভাংচুর করার সময় আমরা পুলিশে খবর দিলে পুলিশ তাদের দুইজনকে ধরে নিয়ে আসে। এখন তাদের স্বজনরা উল্টো আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি এই বিষয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
রাঙ্গুনিয়া ওসি (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িত বাকীদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।