রাঙ্গুনিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা

23

কৃষক লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে সভায় সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার।
সাধারণ সম্পাদক আইয়ুব রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সমবায় সম্পাদক নূর মোহাম্মদ বাহদুর, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আবুল হক মেম্বার, উপজেলা কৃষকলীগের উপ প্রচার সম্পাদক মনছুর উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার প্রত্যেক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন স্তরের কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-