রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হয়েছেন কাতারস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম তালুকদার বাবু। আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। গত ৮ অক্টোবর শিলক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শিলক ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলক ইউনিয়ন আ. লীগের সভাপতি নুরুন্নবী সওদাগর। প্রধান অতিথি ছিলেন শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার। ইউনিয়ন আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সদস্য মো. কাশেম মাস্টার বিএসসি, এম.এ মন্নান, শিলক ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. শাহ আলম, মফজ্জল আহমেদ, জাহাঙ্গীর আলম, শহিদুল্লাহ চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জপি আলম, উত্তরজেলা ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচী সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. পারভেজ, সাধারণ সম্পাদক মো. পারভেজ তালুকদার, জামশেদ মুন্না, মো. বাপ্পা, মো. নজরুল, মো. আরিফ, মো. গিয়াস প্রমুখ।