রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক সামগ্রী পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত ১ এপ্রিল রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম জিগার এর নিকট ১৫ জন সাংবাদিকদের জন্য ১৫টি পিপিই, ১৫ জোড়া হ্যান্ড গ্লাভস ও ১৫টি মাস্ক তুলে দেন বাংলাদেশের স্বনামধন্য আইটি ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওসমান গণি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি মোহাম্মদ জাহেদ, সহ সভাপতি হেলেন। রাঙ্গুনিয়ায় মাঠ পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের জন্য করোনা সংক্রমণ প্রতিরোধী সামগ্রী প্রদানের জন্য এর আইটি ফার্মকে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম আন্তরিক ধন্যবাদ জানান।