রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির অভিষেক

61

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৮ জুন বিকালে শিলক ফকিরাঘাট তৈয়্যবিয়া রাহাতিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ কাজী ইউসুফ মাস্টার। সংগঠনের অর্থ সম্পাদক কাজী নঈম উদ্দিন ও সহ-সাংগঠিক সম্পাদক ফজলুল করিম রিমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি আল্লামা হাফেজ ক্বারী রুহুল আমিন আলকাদেরী (মা.)। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপত্বি কাজী আবদুল হামিদ নঈমী, কাজী আবদুল হামিদ নঈমী, সংগঠনের উপদেষ্টা আবদুল লতিফ মেম্বার, নির্বাহী সভাপতি কাজী ইদ্রীস নঈমী, সহ-সভাপতি লোকমান হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন চৌধুরী, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়লান আবেদিন চৌধুরী প্রমুখ।

চন্দনাইশে মাদকদ্রব্য
অপব্যবহার-পাচার
বিরোধী দিবস পালিত

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা পরিষদের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়। গত ২৬ জুন সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। আলোচনায় অংশ নেন ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের মা। এই মাদককে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও নির্মূল করা খুবই কঠিন কাজ। ইতোমধ্যে বিভিন্ন দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও এই কঠিন কাজকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। এ জঘন্যতম মাদক দ্রব্য ও পাচার কর্মকান্ডে উচ্চ শিক্ষিত, মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা আক্রান্ত হচ্ছে বলে জানান। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা।