রাঙ্গুনিয়ার সহকারী কমিশনারের বিদায় সংবর্ধনা

138

রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নজনিত বদলী উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর ইউএনও মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোখলেসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিসা চাকমা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষক ও শিল্পী রাতুল বৈদ্যের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।