রাঙ্গুনিয়ার মরিয়মনগরে উদ্দীপ্ত তরুন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৭ অক্টোবর মরিয়ম নগর ইউনিয়নের বালুঘোট্টা চত্বরে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব শিক্ষাসামগ্রী শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র উপদেষ্ঠা গোলাম মোস্তফা হোসেন সিরাজী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. শওকত হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা শওকত হোসেন সেতু ও নুরুল ইসলাম আজাদ। উদ্বোধক ছিলেন শিক্ষক মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা সেলিম আবদুল্লাহ, শিক্ষক মুহাম্মদ আইয়ুব আলী, মুক্তি সাধন বড়ুয়া, মো. মোরশেদুল আলম, উদ্দীপ্ত তরুন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল মোস্তফা মুন্না ও আব্বাস হোসাইন আফতাব।