রাঙ্গুনিয়ার ঘাটচেক স্কুলে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

113

রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন প্রকৌশলী নীরদ বরণ বড়ুয়া।
প্রধান আলোচক ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মুমিনুল ইসলাম, এসএস ইন্টারন্যাশনাল ও ইএন্ডই ট্রেডিং এর স্বত্ত¡াধিকারী শান্তি বিকাশ বড়ুয়া, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি শামসুন্নাহার, সদস্য মো. রাসেল, শিক্ষক দেবাশীষ মুৎসুদ্দী, অভিভাবক হালিমা বেগম, গিয়াস উদ্দিন মো. ইউসুফ প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।