রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে ১৯ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে। কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম. সুজা উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এন.কে.এম. শাহারিয়ার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. নাসিম উদ্দিন। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল মাবুদ। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিবৃন্দের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।