রাঙ্গুনিয়া সরকারি কলেজে দুইদিনব্যাপী বার্ষিক শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কলেজ মিলনায়তনে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। দুইদিনব্যাপী প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ সংগীত, নজরুল সংগীত, লোকগীতি, আঞ্চলিক গান, আধুনিক গান, দেশাত্মবোধক গান, নির্ধারিত কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা, অভিনয়, বিতর্ক, অনির্ধারিত কবিতা আবৃত্তি এবং একক নিত্য ইভেন্টে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিজয়ীদের ১৪ জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিক পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহŸায়ক মোকতার হোসেন, প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, হুমাইরা রওশন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ইফতেখার হোসাইন।-রাঙ্গুনিয়া প্রতিনিধি