রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান নেতৃবৃন্দের মতবিনিময়

1

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আলহাজ মাওলানা এম.এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদের সাথে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের নেতৃবৃন্দের মতবিনিময় সভা ৪ জানুয়ারি নগরীর চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদৌল্লাহ্, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, পীরজাদা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, আলহাজ মুহাম্মদ আবদুল হক, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছালাম আলকাদেরী, ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান, মাওলানা করিম উদ্দীন নূরী, মুহাম্মদ শাহজাহান, মাওলানা নাছের হোসাইন, ইমাম হোসাইন, মাওলানা মুহাম্মদ মফিজ, মুহাম্মদ বেলাল উদ্দীন প্রমুখ। এসময় আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা’র কেন্দ্রীয় স্থায়ী কার্যালয়ের জন্য ও আগামী ১০ ও ১১ জানুয়ারি চট্টগ্রাম লালদীঘি ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফলকল্পে আর্থিক সহয়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি