রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সোমবার (২৭ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা।
সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম এর সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র রাঙ্গুনিয়া প্রেস ক্লাব’র সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
আলোচনা সভার আগে অতিথিরা শিক্ষক-শিক্ষার্থীদের পরিচালিত ৫ টি হাউস পরিদর্শন করেন।
পরে নৃত্য, গান, আবৃত্তি, দৌড় ব্যাডমিন্টন, দাবাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।