রাঙ্গুনিয়া পাইলট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বুধবার (২২ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। উদ্বোধনের আগে জাতীয় সংগীত, জাতীয় , ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন সিকদার, মোসলেম উদ্দিন ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র রাঙ্গুনিয়া প্রেস ক্লাব’র সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব। সঞ্চালক ছিলেন ক্রীড়া শিক্ষক রনজিত চক্রবর্ত্তী। প্রতিযোগিতা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ২৭ জানুয়ারি পুরষ্কার বিতরণ করা হবে। স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে দৌড়, ব্যাডমিন্টন, দাবাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।