রাঙ্গুনিয়া জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন:
পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের দুই হাজার দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী উপহার দিয়েছে নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ২৮ফেব্রুয়ারি বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। অসহায়দের পাশে দাঁড়ানোও ইবাদত। সেজন্য প্রতিবছর নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কার্যক্রম চালানো হয়। এসময় বক্তব্য দেন মাওলানা জহুরুল আনোয়ার, ফাউন্ডেশনের সদস্য আবুল কালাম, আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হান্নান প্রমুখ। শেষে প্রতি প্যাকেটে ১৬ কেজি সমপরিমাণ ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রান্সপোর্ট নেট কোম্পানি:
চট্টগ্রামের মিরসরাইয়ে পবিত্র রমজান উপলক্ষে চারশ পরিবারের মাঝে পুরো মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী জামশেদ আলম। ২৮ ফেব্রæয়ারি উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ট্রান্সপোর্ট নেট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার জামশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, তেল, লবণ, চিনি, মুগডাল, মসুর ডাল, ছোলা বুট, চিনি, লবণ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনির, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটু চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে জামশেদ আলম বলেন, মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরের মত এবারও রমজানের আগে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। মিরসরাই প্রতিনিধি
রাঙ্গুনিয়া ‘আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি’:
রাঙ্গুনিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও রমজানের আগে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি। ২২ ফেব্রুযারি সকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার ১২০ পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সংগঠনের নেতৃবৃন্দ কাঁধে করে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসী, আর কেউ রাজনীতিবিদ। তবে আজ সবার পরিচয় একটাই, সেচ্ছাসেবী। এক জায়গায় জড়ো না করেই দীর্ঘ ছয় বছর যাবত এভাবে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন তারা। এবার ২০ কেজি ওজনের প্রতি প্যাকেটে মটর, চিনি, সেমাই, ডাল, আলু, চিড়া, পিয়াজসহ ১৫ ধরনের পণ্য রয়েছে বলে জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. ফখরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো. ইসমাঈল, সহ সভাপতি মো. রাশেদ তালুকদার, অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, প্রচার সম্পাদক মো. আবছার, সদস্য এম আলম জীবন লেয়াকত আলী চৌধুরী, মো. হোসেন, মো. ইউসুফ, মো. ইকবাল প্রমুখ। রাঙ্গুনিয়া প্রতিনিধি