রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচকে গত মঙ্গলবার দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের কাতার যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে মোহাম্মদ ইউনুচের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ ইউনুচ পর পর দুই বার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।