রাঙ্গুনিয়া আইকনিক টার্ফ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন আমিরিয়া ফুটবল একাদশ

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘আইকনিক টার্ফ চ্যালেঞ্জ ২০২৫’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমিরিয়া পাড়া ফুটবল একাদশ। শনিবার (২৫ অক্টোবর) রাতে ধামাইরহাটস্থ রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলাটি।
উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর এই ফাইনালে আমিরিয়া ফুটবল একাদশ মুখোমুখি হয় সবুজ বাংলা একতা সংঘ দলের। দুই দলের আক্রমণ–প্রতি আক্রমণে দর্শকরা উপভোগ করেন দারুণ এক ম্যাচ। শেষ পর্যন্ত ট্রাইবেকারে আমিরিয়া ফুটবল একাদশ জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এছানুল হক এহসান। উদ্বোধক ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকনিক স্পোর্টস জোনের উদ্যোক্তা ও কর্মকর্তাবৃন্দ। শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ ট্রফিসহ বিভিন্ন নৈপুণ্য পারদর্শিতায় খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।