রাঙ্গুনিয়া প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরের পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাঠে চাষযোগ্য শীতকালীন হাইব্রিড সবজি বীজ, সার ও অর্থ সহায়তা এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় ৩ হাজার কৃষকের মাঝে চাষযোগ্য শীতকালীন হাইব্রিড সবজি বীজ, সার ও অর্থ সহায়তা এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের হলরুমে গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। শেষে প্রতিজন কৃষককে টমেটো, বেগুন, মরিচ, লাউ, মিষ্টি কুমড়া, ব্রকলি, ফুলকপি ও বাঁধাকপি বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়। এভাবে তিন হাজার কৃষককে এদিন সহায়তা দেয়া হয়েছে। একইদিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’- প্রতিপাদ্যে জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন করা হয়।