রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার হাসিনা জামাল ডিগ্রি কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচী গত ২২ জুন অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.জ.ম.শা ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন নসু। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি একে আজাদ খান, গভর্নিং বডির সদস্য নুরুল হুদা, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার তুরী, সহকারী অধ্যাপক পারমিতা বড়ুয়া, লালানগর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, রাঙ্গুনিয়া জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. জাফর।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মওলানা নাজিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রসায়ন বিষয়ের সিনিয়র প্রভাষক খায়েজ আহমদ। এর আগে শিক্ষার্থিরা কলেজ ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এতে কলেজ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন নসুসহ স্থানীয় ছাত্রদলের কর্মিরা এবং কলেজের ছাত্র-শিক্ষক, কর্মচারিরাও অংশ গ্রহণ করেন।