রাঙ্গুনিয়ার মজুমদার পাড়া সর্বজনীন দুর্গা বাড়ি প্রাঙ্গণে সাধারণ সভা ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন মন্দির কমিটির সাবেক সভাপতি দীপক কান্তি দে, ইউপি সদস্য রমেন্দ্র লাল দে, বর্তমান সভাপতি অরুন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দে, বর্তমান সাধারণ সম্পাদক শিবু চক্রবর্ত্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশুতোষ দে, সাবেক অর্থ সম্পাদক দীপক চক্রবর্ত্তী, বর্তমান অর্থ সম্পাদক অনুপম কান্তি দে প্রমুখ। সভা শেষে পরিচালনা পরিষদের নতুন কমিনিটি গঠন করা হয়। অরুন কান্তি দে’কে সভাপতি, শিবু চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া অর্থ সম্পাদক অনুপম কান্তি দে এবং সাংগঠনিক সম্পাদক দীপক চক্রবর্ত্তী মনোনীত হন। আগামী ৫ বছরের জন্য এই কমিটি গঠন করা হয় এবং এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।-রাঙ্গুনিয়া প্রতিনিধি











