রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার ১২নং কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৭ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে দাবি করে এর সাথে জড়িত ৪১ জন মিথ্যা সাক্ষিদের বিচারের আওতায় এনে ফাঁসি, তার সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে ৭ মাস ধরে গুম করে রাখার সাথে জড়িতদের বিচার, প্রহসনের বিচারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রায় প্রদান এবং একইভাবে বিএনপির নেতৃবৃন্দের নির্বিচারে গুম-খুন-হত্যা নির্যাতন ও কারন্তরীণের সাথে জড়িতদের বিচার এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচী করা হয়। বিক্ষোভ মিছিলটি কোদালা বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি এনাম হোসেন জীবন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কায়েছ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ সভাপতি আব্দুর রহিম, রাইখালী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. রাসেল, কোদাল ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আসাদ, মো. সাইমন, মো. এমরান, মো. সুলতান, জাফর প্রমুখ।