রাঙ্গুনিয়ার ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসায় প্রতিযোগিতা ও মাহফিল

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) নূরানী মাদ্রাসা, জামে মসজিদ, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের আয়োজনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হয়েছে। এর আগে ২৫ নভেম্বর প্রথম দিন সকাল থেকে ক্বেরাত, হাদীস, দোয়া, হামদ ও ছড়া প্রতিযোগিতা এবং দুপুর থেকে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় নূরানী প্রদর্শনী প্র্যাক্টিক্যালে মঞ্চে দেখানো হয়। এদিন শিক্ষার্থীরা মঞ্চে কলমা প্রদর্শনী, ওযু করার ত্বরীকা প্রদর্শনী, ঈদুল ফিতরের নামাজ ও খুতবা প্রদর্শনী, মৃত ব্যক্তির গোসল করার নিয়ম প্রদর্শনী, মৃত ব্যক্তির কাফনের কাপড় পরানোর প্রদর্শনী, মুসাফির সম্পর্কিত প্রদর্শনী, আসমা উল হুসনা প্রদর্শনী, সালাতুত তাসবীহ নামাজের নিয়ম প্রদর্শনী এবং ইংরেজিতে কথোপকোথন প্রদর্শনী করা হয়। শিক্ষার্থীদের ইসলামিক এসব প্রদর্শনী দেখতে ভিড় করেন অভিভাবক ও স্থানীয়রা। মাদ্রাসাটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগপোযোগি আধুনিক শিক্ষা দেয়া হয় বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ ইসমাইল ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ শাহজাহান। সন্ধ্যার পর থেকে তানজানিয়া থেকে আগত দু’জন ক্বারী এবং দেশের প্রসিদ্ধক্বারীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে দেশ বরেণ্য ধর্মীয় বক্তারা বক্তব্য দেন। যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী সমাগম হয়।